
আমতলী উপজেলা ছাত্রদল নেতা কর্তৃক ধর্ষণের হুমকির বিচার চেয়ে 'বাঁচতে চাই, নিরাপত্তা চাই, অন্যায়ের বিচার চাই, ধর্ষণের হুমকির বিচার চাই, স্লোগান দিয়ে হুমকিদাতা ছাত্রদল নেতা ইমরান খানের গ্রেফতারের দাবিতে 'মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
অভিযুক্ত ছাত্রদল নেতা হলেন, মো. ইমরান খান। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব। বুধবার (১৯ মার্চ) সকাল ১২টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে শতাধিক সাধারন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, আমতলী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নাদিম,মো. রেদওয়ান।আমতলী বকুলনেসা মহিলা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবা প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রদল নেতা ইমরান খান ফাতেমাতুজ্জোহরা মৈএি আপু একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি ও তাকে অপহরণের চেষ্টা করা মানে আমতলী উপজেলার সকল নারীকে অপমান এবং হুমকি দেয়ার সমান।আমরা নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি!আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে ধর্ষণের হুমকিদাতা সন্ত্রাসী ছাত্রদল নেতা ইমরান খান কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।
ভুক্তভোগী ফাতেমুজ্জোহরা মৈএি কান্না কণ্ঠে অভিযোগ করে বলেন,আমাকে ধর্ষণের হুমকি দিলে আমার নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়রি করি।এরপর গত ১৬ মার্চ আমাকে অপহরণ করার চেষ্টা করেন ছাত্রদল নেতা ইমরান খান ,প্রতিনিয়ত আমি হত্যার হুমকি পাচ্ছি এবং জীবনের নিরাপওাহীনতা ভুগছি।প্রশাসনের কাছে হুমকিদাতা ছাত্রদল নেতা ইমরান খানের গ্রেফতারের দাবিও জানান ভুক্তভোগী নারী শিক্ষার্থী।
বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব বলেন, ঘটনা জেনেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর