
জাতীয় দলে জায়গা পেতে আরো সময় লাগবে ফাহমিদুল ইসলামের। এমনটা সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে দেশে ফিরে জানান কোচ হাভিয়ের কাবরেরা। তাই সৌদি থেকেই ইতালিতে পাঠানো হয়েছে ফাহমিদুলকে।
এমন সংবাদ প্রকাশ্যে আসার পরেই ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের দর্শক-সমর্থকরা।
ফাহমিদুলকে দলে ফেরাতে বিক্ষোভ মিছিল করছেন তারা। তবে সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। কাবরেরা আজও জানিয়ে দিয়েছেন, ফাহমিদুলকে এখন ফেরানোর কোনো সুযোগ নেই। ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে আগামীকাল শিলংয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।
তার আগে আজ সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা আরেকবার জানালেন কাবরেরা। স্প্যানিশ কোচ বলেছেন, ‘না, তাকে দলে ফেরানোর আর সুযোগ নেই। সে প্রতিভাবান ফুটবলার। তাকে দলে নেওয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি।
আবারো বলছি, তার আরো সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য।’
সমর্থকদের বিক্ষোভ শান্ত করতে গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আজ আলোচনায় বসবেন মন্ত্রণালয়টির উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কাবরেরা যেভাবে সোজাসাপ্টা জানালেন, তাতে দুই প্রধানের বৈঠকেও ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলকে নিয়ে দর্শকরা যে সুখবর পাবেন তার সম্ভাবনা একদমই ক্ষীণ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর