
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। নিহত ইউপিডিএফ কর্মীর নাম সুবি ত্রিপুরা (৩৫)। সে তাইন্দং ইউনিয়নের হেডম্যানপাড়ার বাসোন ত্রিপুরার ছেলে।
বুধবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট বোন তারাপতি ত্রিপুরা (২০) আহত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা হেডম্যানপাড়ায় অবস্থানরত ইউপিডিএফ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ কর্মী সুবি ত্রিপুরা নিহত হন। এসময় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাপতি ত্রিপুরা আহত হয়েছেন বলে জানা গেছে।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলার মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক বিচারের দাবি জানান তিনি।
মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম। সেখানে আমাদের টিম পৌঁছতে দেরি হচ্ছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর