
ঝিনাইদহ সদরের সোনাদহ বিল থেকে আব্দুল লতিফ (৭৫) নামের এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সে গোয়ালপাড়া গ্রামের মৃত আইনুদ্দিন মণ্ডলের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ভোর রাতের দিকে ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশের সোনাদহ বিলে মাছ ধরতে যায় আব্দুল লতিফ। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।
পরে সকালে কৃষকরা বিলে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়। সেসময় পুলিশ তার পরিবারের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর