
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র স্থাপনসহ পাঁচটি গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা নিয়ে আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) বৈঠক বসছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৯ মার্চ) ইসির উপসচিব মো.মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত সভার অফিস আদেশ এ তথ্য জানা যায়।
অফিস আদেশ বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় নির্বাচন কমিশনার ও সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার "সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি" সভাপতিত্বে তাঁর সভা কক্ষে সভা অনুষ্ঠিত হবে।
সভায় যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে অফিস আদেশটিতে।
সভার আলোচ্যসূচিতে যা থাকছে: (ক) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত;(খ) রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত;(গ) নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন সংক্রান্ত; (ঘ) ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা সংক্রান্ত; (ঙ) নির্বাচন আচরণ বিধি পরিবীক্ষণ কার্যক্রম সংক্রান্ত এবং (চ) বিবিধ।
আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। এজন্য সকল প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর