
গতরাতে রাজধানীর রাজধানীর খিলক্ষেত এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হয় এক কিশোর। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, গণপিটুনিতে ওই কিশোর মারা গেছে। তবে আজ বুধবার জানা যায়, অভিযুক্ত ওই কিশোর মারা যায়নি।
বুধবার (১৯ মার্চ) রবিউল হাসান নামের ওই কিশোরকে দেখা গেছে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায়। এ ছাড়া তার পরিবারের দাবি, ধর্ষণের মতো কোনো ঘটনাও ঘটেনি।
ওই কিশোর দাবি করে, সন্দেহের বশে তাকে আটক করা হয় এবং পরে গণপিটুনির শিকার হয় সে। সব অভিযোগ অস্বীকার করে সে বলে, আমি নির্দোষ, শুধু সন্দেহের বশে আমাকে মারধর করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার শিশির কুমার ঘোষ জানান, খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে মারধরের শিকার অভিযুক্ত রবিউল হাসানের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে শঙ্কামুক্ত নয়।
গতকাল রাতে ধর্ষণের অভিযোগ ওঠা রবিউলকে পুলিশি হেফাজতে থাকা অবস্থাতেই গণপিটুনি দেয় স্থানীয়রা। এ সময় ওই কিশোর ছাড়াও খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আশিকুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আহত কিশোরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বাকিদের একই হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর