
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন একদল রিকশাচালক।
তাদের অভিযোগ, রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন করলেও তাদের দাওয়াত দেওয়া হচ্ছে না, তাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে না। রিকশাখাতকে সংস্কারের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে এসব কথা জানান।
এ সময় তারা বলেন, “ঢাকার বড় বড় হোটেলে রাজনৈতিক নেতারা নানা ধরনের প্রোগ্রাম করছেন, সভা-সমাবেশ করছেন, অথচ সেখানে কখনোই রিকশাচালকদের কথা বলা হয় না। তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ হলেও তাদের গুরুত্ব দেওয়া হয় না।”
এ সময় তারা রিকশাখাতকে সংস্কারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি, উচ্চ সুদের কিস্তির জাল থেকে মুক্ত হয়ে সরকারি ঋণের আওতায় আসার দাবিও তোলেন। তাদের ভাষায়, সমাজের সর্বোচ্চ বৈষম্যের শিকার হচ্ছেন রিকশচালকরা, অথচ কেউ তাদের কথা শোনার প্রয়োজন মনে করছে না।
বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালকরা বলেন, “আমরা রাস্তায় থাকি দিন-রাত, শহরের সব কষ্ট আমরা দেখি, কিন্তু আমাদের কষ্ট কেউ দেখে না। নেতা-মন্ত্রীদের গাড়ির পাশে আমরা থাকি, কিন্তু আমাদের জন্য কোনো জায়গা নেই।”
এ সময় তারা দাবি করেন, রিকশাচালকদের জীবনমান উন্নয়নের জন্য বিশেষ নীতি প্রণয়ন করতে হবে এবং তাদের সরকারি ঋণের আওতায় আনতে হবে, যাতে তারা উচ্চ সুদের কিস্তির দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারেন।
রার/সা.এ
সর্বশেষ খবর