
ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক বিক্রির নগদ ২০ হাজার ৫৫০ টাকা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কানিজ সুলতানা। বুধবার (১৯ মার্চ) বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের শানিয়াপাড়া গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় এ গ্রামের হানিফ নামের এক ব্যক্তির কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২০ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত হানিফের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
ইউএনও জানান, জিরোট্রলারেন্স নীতিতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর