
মানিকগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিদ্দিকনগর দরবার শরিফ মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। রাত দেড়টার দিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
ওসি জানান, এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর