
টাঙ্গাইলের মির্জাপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্টি হওয়া আগুনে ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা বলেন, রাত সাড়ে ১২ টার দিকে বাজারের একটি দোকানে আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা চালায় স্থানীয়রা। কিন্তু ওই আগুন দ্রæত এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছড়িয়ে পড়লে ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। ফায়ার স্টেশনের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে মার্কেটের মুদি-মনোহারি, ফার্মেসি, জুতা, গার্মেন্টসসহ মোট ১২টি দোকান পুড়ে গেছে।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, মোট তিনটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন, সকালে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এমন দুর্ঘটনায় আমরা মর্মাহত। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আর্থিক সহায়তা ও টেউটিন বরাদ্দ দেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর