
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২৩ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ২১ দিন ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা আগামী ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছেন। এছাড়া, বন্ধের সময় প্রক্টরিয়াল বডির থাকছে ৫ নির্দেশনা।
বৃহস্পতিবার (২০ মার্চ) প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির সময়ে শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনাবলি পালন করতে বলা হলো:
১. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ছুটিকালীন বহিরাগত কোন মটর সাইকেল/গাড়ি/যানবাহন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।
২. শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
৩. ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
৪. প্রশাসনিক ভবন ও অ্যাকাডেমিক ভবনে শিক্ষার্থীদের প্রবেশ নিষেধ। তবে বিশেষ প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির অনুমতি সাপেক্ষে এন্ট্রি খাতায় স্বাক্ষর করে প্রবেশ করা যেতে পারে।
৫. ছাত্রী হলসমূহের গেট সন্ধ্যা ৭:০০ টায় বন্ধ হবে। অতি প্রয়োজনে হল প্রভোস্টের অনুমোদনক্রমে প্রবেশ ও বাহির হতে পারবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর