
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নজিরটিলা ও রামগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাগড়াবিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন।
জানা গেছে, রামগড় পৌরসভার নজিরটিলা ও খাগড়াবিল এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা চলছে। এমন খবর পেয়ে সেখানে সরেজমিনে গিয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে নজিরটিলা এলাকার মো. আমিনুল ইসলাম ও খাগড়াবিল এলাকার মো. হানিফ বাচ্চুকে ৫০ হাজার টাকা করে দুই মামলায় দুজনকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুজনার কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর