
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ঈদের বাজারে ভোক্তার অধিকার নিশ্চিতকল্পে জামা, কাপড়, জুতা, থ্রিপিছ, লুঙ্গি, প্যান্টসহ অন্যান্য দোকানে বাজার দর মনিটরিং করতে নাটোরের সিংড়া উপজেলার মাদ্রাসা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ঈদের বাজার, সেমাই, জামা, জুতা, থ্রিপিছ, লুঙ্গি, প্যান্ট ইত্যাদি দাম বেশী রাখা হয় কি-না সে বিষয় মনিটরিং করা হয়।
এসময় পণ্যের দাম বেশি রাখার অভিযোগে মৌ ফ্যাশন হাউস নামে একটি পোশাকের দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে খাদ্যের মান নিশ্চিত, স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি পচা খাবার বিক্রি বন্ধ নিশ্চিত করার জন্য সচেতন করা হয়েছে।
তাছাড়াও পণ্যের অতিরিক্ত মূল্য না রাখার জন্য সতর্ক করা হয়েছে। সেই সাথে কেনা দামের সাথে সমন্বয় রেখে পণ্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয় তিনি আরো বলেন এসব অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর