
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স হলে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং সঞ্চালনায় ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ড. আসাদুজ্জামান সরকার, পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্য, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা, শহীদদের আত্মার মাগফিরাত এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "রমজান মাসে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করে। এটি পবিত্র রমজানের মাহাত্ম্য। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
এই আয় দিয়েই আমরা পরিবার পরিচালনা করি। তাই দেশের জন্য ও বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের আরো মনোযোগী ও দায়িত্বশীল হতে হবে। দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি আনুগত্য প্রকাশ করে এর বিকাশ ও যে কোনো বিনাশে আমরা তৎপর হয়ে সঠিক ভূমিকা পালন করবো এই আশাবাদ ব্যক্ত করছি।"
ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, "রমজান মাস একটি বরকতময় মাস। আশা করবো এই রমজানের ওছিলায় আমাদের ইবাদত কবুল হবে ও সকল গুনাহ মাফ হবে। পবিত্র মাহে রমজানের ওছিলায় উপস্থিত সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।"
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর