
কোন তালবাহানা না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন, বর্তমান সরকার নানা অযুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন, দীর্ঘদিন মানুষ তাদের পছন্দের মানুষ প্রার্থী, প্রতীকে ভোট দিতে পারেনি। তাই কোন বাহানা না করে দ্রুত সময়ে নির্বাচন দিতে অনুরোধ রইল এই সরকারের প্রতি।
আগামীর বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। বৃহস্পতিবার (২০ মার্চ) মাজাইল বি.এম.ডি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো হাফিজুর রহমান মন্ডল,পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সামসুল আলম আকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু,পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, পাট্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিশ্বাস, পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিএনপি নেতা আকিদুল ইসলাম বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শরিফ-উল ইসলাম মিষ্টি, সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম হুমায়ুন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আমিরুল ইসলাম, কালুখালি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, পাংশা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবু সরদার,পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, যুবদল নেতা মাসুদ রানা জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাঈদ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর