
বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড ফলপট্টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাস্তার ওপর দোকান বসানোর অপরাধে দুই ফল ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন।
এছাড়াও শেরুয়া বটতলা রাস্তার ওপরে অবৈধ দোকান ও স্থাপনা ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ নির্দেশ দিয়েছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান।
জানা যায়, শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কিছু ফল ব্যবসায়ীরা রাস্তা দখল করে অবৈধ স্থাপনা করে ফল ব্যবসা করে আসছিল। গত দুই দিন আগে রাস্তার মধ্যে অবৈধ স্থাপনা করে ফল বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উচ্ছেদ করে দেওয়া হয়েছে।
আবারও রাস্তা দখল করার অপরাধে বৃহস্পতিবার বিকেলে ফল ব্যবসায়ী আলম ও প্রবীরকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় আশিক খান বলেন, আগামীকাল শুক্রবার বিকেল ৩টা অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়া হলে।
শেরপুর পৌরসভার বিভিন্ন রাস্তাসহ শেরুয়া বটতলা রাস্তার মধ্যে কোন অবৈধ স্থাপনা বা দোকান বসে সেখানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হবে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান তিনি আরো বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর