
হাসনাত আব্দুল্লাহের রহস্যজনক ফেসবুক স্ট্যাটাসের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে।
শুক্রবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান করছেন তারা। এদিন রাত ৮ পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে পরবর্তীকে আরো কঠোর কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, আওয়ামী নিষিদ্ধের বিষয়ে অনেক আগ থেকেই বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্রের কূটকৌশল চালানো হচ্ছে। হাসনাত আবদুল্লাহর রহস্যজনক ফেসবুক স্ট্যাটাসের পর সেটি আরো স্পষ্ট হয়ে উঠেছে। জনমনে আওয়ামী লীগ নিষিদ্ধেও দাবি জোরালো হচ্ছে। অন্দরমহলের এই গোষ্ঠীগুলো কোনোভাবেই সফল হতে দেয়া যাবে না। আমাদের জীবনের বিনিময়ে হলেও তাদের প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছিল তার প্রেক্ষিতে আশা করেছিলাম যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাসহ তাদের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হবে। কিন্তু তা তো করা হয়নি উলটো দেখতে পারছি সেনাবাহিনীর একটি পক্ষ ও কুচক্রীমহল আওয়ামী লীগকে পুনর্বাসনের করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা মনে করি গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দল কোনোভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে না। আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করার মাধ্যমেই জুলাই অভ্যুত্থানের জনআকাঙ্খার প্রতিফলনকে সম্পূর্ণ করতে হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর