
দখলদার ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনি মুসলিমদের গণহত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশ করে বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি সামাজিক সংগঠন।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল একটি দখলদার রাষ্ট্র। ফিলিস্তিনি মুসলমানদের ভূমি দখল করে এখন তাদেরকেই গণহত্যা চালিয়ে নৃশংসভাবে হত্যা করছে। সারা পৃথিবী নিশ্চুপ। কিন্তু আল্লার বিচার এই জমিনেই আল্লাহ করবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে আমাদের অনুরোধ ইসরাইলের এই নৃশংসতার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া। আমরা ইসরাইলই তৈরি সকল পণ্য বয়কট করেছি।
বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রউফের সঞ্চালনায় প্রকৌশলী মো. ইসহাকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা প্রকৌশলী আব্দুর রহিম নাহিদ, বেলাল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ তালুকদার, বাহির-কামতা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ উল্লাহ। গোলড়া হাইওয়ে থানা মসজিদের ইমাম মাওলানা তোফাজ্জল হোসেনসহ দুই শতাধিক মুসল্লি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর