
গণপিটুনি দিয়ে বুড়িগঙ্গার পানিতে ফেলে দেওয়ার পর হাসান মাঝি নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ। নিহত হাসান বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সুলতানি গ্রামের মানিক মাঝির ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচর মুসলিম নগর কুরবান হাজির বাড়িতে বসবাস করত এবং পার্শ্ববর্তী একটি কারখানায় শ্রমিকের কাজ করতো।
শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে দশটায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা নামা বাড়ি এলাকায় নাদু ব্যাপারির ঘাট থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, তিন যুবক ভোরবেলা বেরিবাধ এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দিয়ে পানিতে ফেলে দেয়। দীর্ঘক্ষণ অচেতন অবস্থায় পানিতে পড়ে থেকে মারা গেছে।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোক্তার হোসেন জানান, নদীর পাড়ে পানির নিচে একটি হাত দেখা যাচ্ছে এমনটা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। সুরতহালের সময় লাশের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।গণপিটুনির একটা ঘটনার কথা শুনেছি তবে কেউ সাক্ষ্য দিতে রাজি হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর