
ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর শাখা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শুক্রবার (২১ মার্চ) বিকাল ৪টার সময় স্থানীয় জামায়াত অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহেশপুর উপজেলা জামায়াতের আমীর মাও.ফারুক হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০শে মার্চ রাত আনুমানিক ১০ টার সময় ৭নং কাজীরবেড় ইউনিয়নের সামন্তার জীবননগর পাড়ায় আব্বাস আলী ও তার খালাতো ভাই জাফর আলীর মধ্যে পূর্বের গাছকাটা কেন্দ্রিক বিরোধ মীমাংসার জন্য আব্বাস আলী এক গ্রাম্য সালিশের আহ্বান করেন।
গ্রাম্য মাতুব্বর জনাব আমীর আলী মন্ডলের খামারে শালিশী বৈঠক চলা অবস্থায় আব্বাস আলী ও জাফর আলীর মধ্যে তর্ক-বির্তকের এক পর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। এতে জাফর আলী ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে স্থানীয় চিকিৎসককে খবর দেওয়া হয়। চিকিৎসক এসে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বি. এন. পি এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক উদ্দেশ্য হাছিলের জন্য মৃত জাফর আলীকে তাদের কর্মী দাবি করছে। অথচ এলাকা বাসীর ভাষ্যমতে, মৃত জাফর আলী বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তল্পিবাহক হিসেবে কাজ করেছেন। মরহুম জাফর আলীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাজীরবেড় ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মাওলানা আব্দুল আলীসহ কয়েকজন নেতাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর মামলা দায়ের করানো হয়েছে। অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাও.ফারুক আহমেদ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর