
নীলফামারীর কিশোরগঞ্জে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা ও ভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা মুসল্লিরা এ বিক্ষোভ সমাবেশ করেছে।
শুক্রবার বাদ জুম্মা মুসল্লিরা বায়তুন্নুর জামে মসজিদে জড়ো হয়। জুলুম শোষণের বিরুদ্ধে, রুখে দাঁড়াও এক সাথে স্লোগান নিয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মুসল্লিরা ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা ও ভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদ করে বিভিন্ন স্লোগান দেয়। পরে বিক্ষোভটি বায়তুন্নুর জামে মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন হাফেজ শরিফুল ইসলাম, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আকতার হোসেন, বায়তুন্নুর জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুর রশিদ, উপজেলা জামায়াতের টিম সদস্য আব্দুল ওয়ারেজ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহম্মেদ প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর