
নীলফামারীর কিশোরগঞ্জে আরও চার ভিসা প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃদের সাইবার নিরাপত্তা আইনে মামলায় শুক্রবার (২১ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
একের পর এক ভিসা প্রতারক গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে কিশোরগঞ্জ যেন ভিসা প্রতারকদের রাজধানী। এর আগে মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী তিন ভিসা প্রতারককে গ্রেফতার করে।
শুক্রবার দুপুরে চার ভিসা প্রতারক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।
থানা সূত্র জানায়, পুলিশ শুক্রবার রাত আড়াই টার দিকে জরুরি আইন শৃঙ্খলা ডিউটি ও বিশেষ অভিযান পরিচালনায় টহলের সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, বাড়িমধুপুর ফুলবাড়ি চৌরাস্তা সংলগ্ন জনৈক মনিয়ার মিয়ার নির্মাণাধীন বিল্ডিংয়ে কয়েকজন প্রতারক পরস্পর যোগসাজশে ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট ব্যবহার করে কানাডিয়ান নকল ভিসার আবেদন, নকল পাসপোর্ট, চাকুরির নকল নিয়োগ-যোগদানপত্র ও বিদেশ গমনের সংশ্লিষ্ট কাগজপত্র দেয়ার নামে প্রতারণামূলকভাবে বিজ্ঞাপন প্রচার করে প্রবাসী ও বাংলাদেশীসহ অন্যান্যদের নিকট প্রতারণা করে অর্থ গ্রহণ করছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই বিল্ডিং হতে হাতে নাতে চার ভিসা প্রতারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- সৈয়দপুর উপজেলার কামারপুর ইউপির তেল পাম্প সংলগ্ন গ্রামের মৃত ফিরোজুল ইসলামের পুত্র রাফি হোসেন রিপন (১৯), কিশোরগঞ্জ উপজেলার সিট রাজিব মাঠের বাজার গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মুন্না ইসলাম মিতু (১৯), উত্তর দুরাকুটি গ্রামের জয়নাল আবেদীনের পুত্র জাহাঙ্গীর আলম (২৭), বাড়ি মধুপুর কুঠিয়াল পাড়ার মহুবারের পুত্র আইনুল (২৪)। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন প্রতারক পালিয়ে যায়।
এর আগে মঙ্গলবার রাতে পুটিমারী ইউপির ভেড়ভেড়ী ডাউয়ারতল এলাকা হতে সিরাজুল হক সুজার পুত্র মমতাজ আলী মেডেল (২২), তোফাজ্জল হোসেনের পুত্র তুহিন ইসলাম (২১) ও গাজির স্ত্রী সুমাইয়া আক্তারকে (২২) কে যৌথবাহিনী গ্রেফতার করে। গ্রেফতারের সময় প্রতারণার নগদ টাকাসহ ভুয়া ভিসা, পাসপোর্ট ও বিদেশ গমনে নকল কাগজপত্র পায় পুলিশ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, সাইবার নিরাপত্তা আইনে মামলা পূর্বক গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর