
বিমানের টিকিট নিয়ে অব্যবস্থাপনাসহ দেশে হজ ও ওমরা টিকিটের ক্ষেত্রে আর কোনো সিন্ডিকেট থাকবে না বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের আগে কক্সবাজারে কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, কালোবাজারিরা সিন্ডিকেট করে বিমানের টিকিটের দাম বাড়িয়ে দিয়ে ওমরাহ ও হজ পালনকারী যাত্রীদের হয়রানি করা হতো, সেই সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এখন থেকেই বিমানের টিকিটের দাম যাত্রীদের নাগালের মধ্যে রাখা হবে। যারা বিনা অজুহাতে টিকেটের দাম বাড়িয়ে দিয়ে হজ যাত্রীদের হয়রানি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিচ্ছি।
কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ফিতা কেটে কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধন করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর