
কিশোরগঞ্জের ইটনা থেকে ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আদিলুজ্জামান ভূঁইয়া উপজেলার বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়াকে ১২৮ বস্তা ভিজিএফের চাল উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে যৌথ বাহিনীর অভিযানে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্রামের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়ার চাচাতো ভাই ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকন উদ্দিনের বাড়ি থেকে ১২৮ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়। বিষয়টিতে সংশ্লিষ্ট থাকায় রাতে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, বাদলা ইউনিয়নের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া এবং ইউপি সদস্য মো. রোকন উদ্দিন নিজের লোকজনের নাম লিস্ট করে আত্মসাৎ করে সেটি বিক্রির জন্য ভিজিএফ চাল উত্তোলন করে অবৈধভাবে মজুদ করে রাখেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর