
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম জসিম মোল্যা (২৮)। তিনি পেশায় একজন ভ্যান চালক।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার লীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ মার্চ) বিকেলে অভিযুক্ত জসিম মোল্যা ভ্যান চালিয়ে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের একটি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে প্রতিবন্ধী ১৩ বছরের মেয়েটিকে দেখে পানি খাওয়ার অজুহাতে তাদের বাড়িতে ঢুকে পড়ে। এসময় মেয়েটিকে বাড়িতে একা পেয়ে গোয়াল ঘরে ডেকে নিয়ে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টা চালালে মেয়েটি চিৎকার করে উঠে। তখন মেয়েটির মা দৌড়ে এসে বিষয়টি দেখে স্থানীয়দের ডাক দেন।
এসময় স্থানীয়রা তাকে ধরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, স্থানীয়রা ভ্যানচালক জসীম উদ্দীনকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর