
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন রাজনীতি কোন ব্যবসা নয়। রাজনীতি কোনো ব্যবসার হাতিয়ার নয়।
যদি দেখেন আমাদের দলের কেউ আমাদের রাজনীতিকে ব্যবসায় পরিণত করছে সেই ব্যবসা আমরা বন্ধ করে দেবো।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় পুরাতন পঞ্চগড় এলাকায় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি ছিল। আপনারা নেতাকর্মীরা যখন রাষ্ট্রের স্বার্থের থেকে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিচ্ছেন তাকেই রাজনৈতিক দুর্নীতি বলা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আমরা দেখেছি। তিনি আমাদের আদর্শ। আমরা দেখেছি কতটা সৎ জীবনযাপন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা তার প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের সদস্য। তার সততার ব্যাপারে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। আমরা তার উত্তরসূরি।
রাজনীতি করি আমাদের দেশের জন্য । আমরা যদি ব্যক্তির জন্য রাজনীতি করি তাহলে এই রাজনীতির প্রয়োজন নাই। নওশাদ জমির আরও বলেন রাজনীতিকে ব্যবসার স্বার্থে ব্যবহার করা যাবেনা। রাজনীতিকে ব্যবসায় পরিণত করা যাবে না। আপনার ব্যাবসা কি— রাজনীতি। এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে। গত ১৬ বছরে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই।
একটা অরাজকতা চলছে। আমাদের নেতা তারেক জিয়া যেভাবে বার বার আপনাদের অনুরোধ করেছেন আমাদের সামনের নির্বাচন কঠোর একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি আমরা সফলতা চাই তাহলে শহীদ জিয়ার আদর্শকে ধারন করতে হবে। আমাদের আচরণ ঠিক করতে হবে। ভূমি দস্যুরা সব ছিল আওয়ামী লীগের।
আমাদের নিজেদের আত্নউপলব্দি্ধ থাকতে হবে। তিনি এসময় বলেন আপনাদের প্রতি করজোড়ে অনুরোধ ভবিষ্যতের পথ যদি সঠিক করতে চাই আমাদের নিজেদেরকে একটা আত্নসুদ্ধির পথ বেছে নিতে হবে। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবস্থা দেখেন।
স্বৈরাচার এরশাদের অবস্থা দেখেন। আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকান। এখনো তিনি অবিস্মরণীয় নেত্রী কারণ তিনি দেশের স্বার্থে কখনো আপস করেননি। তার উপর আস্থা রাখুন। আজকে আমরা যদি ব্যক্তিগত স্বার্থে আমরা যদি দুর্নীতির আশ্রয় নেই তাহলে দেশের স্বার্থকে রক্ষা করতে পারবো না।
বাংলাদেশের মানুষ আমাদের উপর আস্থা রাখতে পারবেনা। ব্যারিস্টার নওশাদ জমির বলেন এখনো সময় আছে যারা ভুল পথে পা দিয়েছেন তাদের জন্য ফিরে আসার এখনো সময় আছে। যদি দেখেন আমাদের দলের কেউ আমাদের রাজনীতিকে ব্যবসায় পরিণত করছে সেই ব্যবসা আমরা বন্ধ করে দেবো। আপনাদের অধিকার দিয়ে গেলাম কেউ যদি চাঁদাবাজি করে, কারও কাছ থেকে স্বার্থ উদ্ধারের চেষ্টা করে তাকে আপনারা প্রতিহত করুন। তারপরে কি হয় আমরা দেখবো।
পৌর বিএনপির সদস্য শহীদ বাবু ও রুবেল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য শামজুজ্জামান বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর