
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর পাটাতন ভেঙে প্রায় ২২ ঘণ্টা যাবত বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল।
এতে সেতুর দুইপাড়ে আটকা পড়েছে ২ শতাধিক পাথর ও কয়লা বোঝায় বিভিন্ন পণ্যবাহী যানবাহন।বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীসহ চলাচলকারীরা।
এদিকে, দীর্ঘসময় অতিবাহিত হলেও সংস্কারের উদ্যোগ না নেওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সড়ক বিভাগের বিরুদ্ধে।
স্থানীয় ও মালবাহী যান চালকরা জানান, বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে সোনাহাট বেইলী সেতুটির মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে গেলে এ দুর্ভোগ সৃষ্টি হয়। তবে পথচারী, মোটরসাইকেল, অটোরিকশা চলাচল করলেও দুই পাশে তীব্র যানজট থাকায় চরম ভোগান্তিতে পড়েন সবাই।
সেতু পারের ব্যবসায়ী শফিকুল, মাসুদ, জুলহাস ও ফরিদুল বলেন, সেতুর পাটাতন ভাঙা এখন নিত্য দিনের ঘটনা। ভূরুঙ্গামারী কিংবা জেলা শহরে যাতায়াতের একমাত্র পথ এই নড়বড়ে সেতু। সেতুতে উঠলেই কাপতে থাকে। একমুখে গাড়ি দাঁড় করায় আরেক দিকের গাড়ি পার করতে হয়। কারও জরুরি কাজ থাকলেও কিছু করার থাকে না।
লাখো মানুষ ও সোনাহাট স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে তাই সেতুটি গুরুত্বপূর্ণ। একমুখী ও ধীরগতির যাতায়াতের কারণে প্রতিদিন বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা। এই ভোগান্তির শেষ কবে হবে জানা নাই।
এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত সংস্কারের চেষ্টা চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর