
পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল শুক্রবার(২১ মার্চ) গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এই ইফতার বিতরণ কার্যক্রমে তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রান্ত পাল ও রাশেদুল হক মুন্না সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।
উদ্যোগের মাধ্যমে তেজগাঁও কলেজ ছাত্রদল প্রতিদিন ইফতার বিতরণ করে আসছে। তাদের এই মানবিক কার্যক্রম সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি উজ্জ্বল উদাহরণ। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে ইফতার বিতরণ ও অন্যান্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি তাদের সামাজিক দায়িত্ববোধের পরিচায়ক।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর