
বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা টু ভবানীপুর সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শেরুয়া বটতালা বাজার এলাকায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম।
শেরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী আব্দুর রসিদ, শেরপুর থানা উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন ও সংগীয় ফোর্স। শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, "সরকারি জায়গা দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি। জনসাধারণের স্বার্থে কেউ অবৈধভাবে সরকারি জায়গা দখল করতে পারবে না।"
সকল অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে রাস্তার জায়গা দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছিল।
স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন, আবার কেউ ক্ষোভ প্রকাশ করেছেন। এক বাসিন্দা বলেন, "সরকারি জায়গা দখল করা ঠিক না, তবে আগে থেকে নোটিশ দেওয়ার পরও না ভাঙ্গায় স্থাপনাকারীদের প্রতি ক্ষোভ জানান।
অন্যদিকে, একজন পথচারী বলেন, "রাস্তা প্রশস্ত হলে যানজট কমবে, তাই এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।"
প্রশাসনের পক্ষ থেকে আরোও জানানো হয়েছে, সরকারি জায়গা দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের সরকারি জায়গা দখল না করার আহ্বান জানিয়েছেন।
সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটায়। প্রশাসনের কঠোর নজরদারির ফলে ভবিষ্যতে এমন দখলদারিত্ব কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
এছাড়াও, আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে। সঠিক কাগজপত্র দাখিল করতে না পারলে বিকেলে আবারও এই অভিযান পরিচালনা করা হবে।’
শাকিল/সাএ
সর্বশেষ খবর