
পিরোজপুরে স্থানীয় এক বিএনপি নেতার বাধায় পন্ড হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান। শুক্রবার (২১ মার্চ) দুপুরে কাউখালী উত্তর বাজারে অভিযান পরিচালনার সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ভোক্তা অধিকারের কার্যক্রমে বাধা দেন।
পরে স্থানীয় ব্যবসায়ীরা বিএনপি নেতার সঙ্গে যোগ দিলে কোনো ধরণের কার্যক্রম ছাড়াই ঘটনাস্থল ত্যাগ করে সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, দুপুরে তারা কাউখালী উত্তর বাজারে অভিযান পরিচালনা করার সময় তাদের উপস্থিতি টের পেয়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী এর মালিক বাসুদেব দোকান বন্ধ করে ঘটনাস্থল থেকে চলে যান। পরে তারা দোকানটি খোলার চেষ্টা করলে, বদরুদ্দোজা তাদেরকে বাধা দেন এবং অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। এরপর স্থানীয় ব্যবসায়ীদের জড়ো করে সেখানে কোনো ধরণের কার্যক্রম করতে দেননি।
ভোক্তা অধিকারের লোকজনকে বাধা দেয়ার বিষয়টি স্বীকার করে বদরুদ্দোজা বলেন, ‘অন্যায়ভাবে বাসুদেবের দোকান ঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল ভোক্তা অধিকারের লোকজন। তাই স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে প্রতিহত করেছি।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। তিনি জানান, ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষণ-এর লোকজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসে এটি সমাধান করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর