
শেরপুরের নালিতাবাড়ীতে মৃত বন্যহাতির প্রতিশোধ নিতে ওই হাতিকে মাটিচাপা দেওয়া এলাকায় রাতভর ব্যাপক তাণ্ডব চালিয়েছে একদল বন্যহাতি। তাণ্ডব চালিয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। শুক্রবার (২১ মার্চ) রাতব্যাপী এই তাণ্ডব চালায়।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার মধুটিলা ইকোপার্কের উত্তরে লাল টেংগুর পাহাড়ি এলাকায় কৃষকের দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি মর্দ (পুরুষ) হাতি মারা যায়। মৃত ওই হাতিকে ময়নাতদন্ত শেষে কৃষকের খেতের পাশেই মাটি চাপা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই প্রতিশোধ নিতে মৃত বন্যহাতির কবরের পাশে অবস্থান নেয় প্রায় ৩০/৪০টি বন্যহাতির দল। সাথী এক হাতিকে হারিয়ে তাকে উদ্ধার করতে ওই স্থানে জড়ো হয়। এসময় হাতিগুলো চিৎকার চেচামেচি শুরু করে। সেইসাথে হাতি হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া কৃষক জিয়াউর রহমান জিয়ার ৫০ শতাংশ বোরো ধান খেতে ব্যাপক তাণ্ডব চালায়। তাণ্ডব চালিয়ে খেতের ধান খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে বিনষ্ট করে। পরে গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে বন্যহাতির পাল পিছিয়ে যায়। এছাড়া গত কয়েকদিন যাবত পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি ও সমশ্চুড়া এলাকায় তাণ্ডব চালিয়ে বোরো ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে আসছে।
এই বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, মৃত বন্যহাতির কবরের পাশে একদল বন্যহাতি অবস্থান নিয়ে চিৎকার চেচামেচি করে ও ফসলের খেতে ব্যাপক তাণ্ডব চালায়। বর্তমানে ওই হাতির দলটি মধুটিলা ইকোপার্ক এলাকায় অবস্থান করছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর