
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে দিনেদুপুরে এক সিএনজি অটোরিকশার গতিরোধ করে যাত্রীদের ছিনতাই ও অপহরণের চেষ্টা চালায় একদল ডাকাত। তবে স্থানীয় জনতার তৎপরতায় তিনজন ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে টেকনাফ সদরের মুন্ডার ডেইল এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। আটক ডাকাত সদস্যরা হলেন, টেকনাফ সদরের দরগার ছড়া এলাকার মো. রাকিব (২৪), ও একই ইউনিয়নের হাতিয়ার ঘোনা ৩নং ওয়ার্ড এলাকার মো. রুবেল (৩০) টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ৪নং ওয়ার্ড এলাকার ওমর ফারুক (২৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে মেরিন ড্রাইভ সড়কের নির্জন একটি এলাকায় কয়েকজন ডাকাত একটি সিএনজি গাড়ির গতিরোধ করে। তারা গাড়িতে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একইসঙ্গে কয়েকজন যাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ারও পরিকল্পনা করছিল ডাকাত দল।
এসময় পাশের এলাকা থেকে কয়েকজন স্থানীয় লোক ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে আসে এবং ডাকাতদের বাধা দেয়। স্থানীয়দের প্রতিরোধের মুখে ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করলেও তিনজনকে ধরে ফেলতে সক্ষম হয় জনতা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
সিএনজি গাড়িতে থাকা ভোক্তভোগী নারী খুরশিদা বেগম জানান, একটি মটর সাইকেলে থাকা ৩ জন লোক আমাদের সিএনজি গাড়িকে দাওয়া করে। এক পর্যায়ে গিয়ে আমাদের গাড়িটি গতিরোধ করে টাকা পয়সা চিনিয়ে নেয়। টাকা পয়সা চিনিয়ে নেওয়ার পর আমাদের অপহরণের চেষ্টা করে এমন সময় আমরা চিৎকার করলে এখানকার স্থানীয়রা এসে ওই তিন ডাকাতকে ধরে পেলেন। পরে পুলিশ এসে ওই ডাকাতগুলোকে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।
তিনি জানান, মেরিন ড্রাইভ সড়কে সিএনজি গাড়ি গতিরোধ করে ছিনতাই শেষে অপহরণ করার চেষ্টা কালে ওই এলাকার স্থানীয়রা ৩ জন ডাকাত সদস্যকে আটক করে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছাই পুলিশের একটি দল। পরবর্তীতে ৩ জন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় এসব ডাকাত সদস্যদের একটি মটর সাইকেল ও জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, আটক ৩ ডাকাত সদস্য সহ জব্দকৃত মটর সাইকেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর