
সাংহাই হাওড়ের বুক চিরে রাস্তা নির্মাণ করায় কৃষকের ক্ষতি হয়েছে তা সরকার কে জানাবেন বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।
তিনি শনিবার (২২ মার্চ) সকাল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মাঠে স্থানীয় কৃষি ও জনতার সাথে মতবিনিময় করে কথা গুলো বলেন।
এ সময় তিনি আরও জানান, হাওরের বুক চিরে সড়ক নির্মাণের বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে। আর যাতে ক্ষতি না হয় তা জন্য কাজ বন্ধ করা হয়েছে। আর যদি কাজ করা হয় তাহলে মাটি সড়কের পাশ থেকে না নিয়ে অন্য কোথাও থেকে এনে সড়ক নির্মাণ করবে। তা সব কিছু আপনারা সবাই যে পরামর্শ দিবেন সে ভাবে করা হবে।
কারণ আপনারা যা এলাকার সম্পর্কে ও হাওরের নিয়ে বুঝবেন তা আমরা জানবো না। আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্যই হলো আপনার মনে কথা গুলো শুনার তা লিখে নিলাম সেগুলো আমি লিখিত ভাবে সরকারকে জানাবো।
তিনি আরও জানিয়েছেন, আর ক্ষতি কি ভাবে পোষানো যায় সে বিষয় সরকার সিদ্ধান্ত নিবে। আর জনস্বার্থ সকল কাজ করা হবে জনগণের ক্ষতি করে কোনো কাজ করা হবে না। আর যে সকল কৃষকদের ক্ষতি হয়েছে তা একবারে পোষানো সম্ভব না হলে যত টুকু সম্ভব তা সরকারের পক্ষ থেকে কি ভাবে করা যায় সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নিবে।
এর পূর্বে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত কমিটি শান্তিগঞ্জের হাসনাবাদ হতে ডুংরিয়া পর্যন্ত সাংহাই হাওড়ের মধ্য দিয়ে নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করে তদন্ত কমিটি।
মতবিনিময় সময় উপস্থিত ছিলেন-প্রকল্প পরিচালক মো. মুজিবুর রহমান,সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াছ মিয়া,এডিসি সমর কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি চৌধুরি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য শান্তিগঞ্জে হাওড়ের বুক চিরে রাস্তা নির্মাণ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সাংহাই হাওড়ের মধ্য দিয়ে সড়কটির নির্মাণ কাজ পরিদর্শন করেন তাঁরা।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পের আওতায় হাওরে এই সড়ক নির্মাণের কাজ করছে ঢাকার জেবি ইনোভেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি টাকা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর