
অন্য দেশের নাগরিকত্ব নেওয়ার জন্য যে-সব নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করবে তাদের এনআইডি সঙ্গে সঙ্গে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়নে এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশনস) ও নির্বাচন সহায়তা শাখার উপ-সচিবকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভা থেকে এসব তথ্য জানা যায়।
সভায় এ বিষয়ে নির্দেশনা দিয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন,বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগকারী ব্যক্তিদের ভোটার তালিকা ও এনআইডি থেকে তাৎক্ষণিক বাদ দিতে হবে। এক্ষেত্রে তথ্যের কোনো ঘাটতি থাকলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে পদক্ষেপ নিতে হবে।
ইসি সূত্র জানায়, প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি নাগরিক অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার জন্য বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে কি-না তা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রাণালয়ে যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হবে। একইসঙ্গে বাতিল করা হবে এনআইডি।
এদিকে এসব বিষয় খেয়াল রেখে প্রবাসীদের ভোটার করার জন্য মাঠ পর্যায়ে সম্প্রতি চিঠি দিয়েছে সংস্থাটি। সেখানে সংস্থাটি বলেছে, দ্যা বাংলাদেশ সিটিজেনশিপ রুলস-১৯৭৮ এর ৪ নশ্বর রুল অনুযায়ী, বৈবাহিকসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব অর্জনকারী বিদেশী নাগরিকের ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সুরক্ষা সেবা বিভাগ হতে ইস্যুকৃত নাগরিক সনদ, বিবাহের প্রমাণপত্র ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে।
এছাড়া বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করার জন্য বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করেন, বিষয়টি উপযুক্ত সাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল করে ভোটার তালিকা হতে তাঁর নাম কর্তন করা হবে।
জানা গেছে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়া; এই সাতটি দেশে দূতাবাসেরর মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ফটো তোলে নিবন্ধন সম্পন্ন করতে হচ্ছে।
এর আগে সংশ্লিষ্ট আবেদনকারীর আবেদন তার নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার দ্বারা তদন্ত করে সত্য যাচাই করে নিচ্ছে ইসি।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ চলমান রয়েছে। এতে আরো প্রায় ৫৭ লাখ ভোটার আগামী জুনে তালিকায় যুক্ত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর