
ভোলার চরফ্যাশনে বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকায় ঘুমন্ত মো. নজরুল ইসলাম (৪৫) নামের এক জেলে নিখোঁজের দুইদিনেও উদ্ধার হয়নি।
শুক্রবার (২১ মার্চ) বিকালে তেঁতুলিয়া নদীর চরমানিকা ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও দুইদিনেও হদিস মেলেনি নিখোঁজ জেলের।
নিখোঁজ জেলে নজরুল ইসলাম নজরুল নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে। শনিবার এ সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
স্থানীয় জেলেরা জানান,নদীতে জাল পেতে জেলে নজরুল নৌকায় ঘুমাচ্ছিলেন। এসময় একটি বালুভর্তি বাল্কহেড তার নৌকায় ধাক্কা দিলে জেলে নজরুলসহ নৌকাটি নদীতে ডুবে যায়। পরে জেলেরা ডুবন্ত নৌকাটি তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হলেও জেলে নজরুলকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযানে গেলেও গত দুই দিনে সন্ধান মেলেনি নিখোঁজ জেলের।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, নদীতে নিখোঁজ জেলে জাল ফেলে ওই নৌকায় ঘুমাচ্ছিলো। বালুভর্তি বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে নৌকা ডুবে জেলে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিলেও দুই দিনে তার সন্ধান মেলেনি। তবে তেঁতুলিয়ার ওই স্থানটি তিনটি নদীর মোহনা হওয়ার উদ্ধার অভিযানে কিছুটা বেগ পেতে হচ্ছে।
দক্ষিণ আইচা থানার (ওসি) এরশাদুল হক ভূইয়া জানান, আল মদিনা নামের বল্কহেডটি আটক করে নৌ-পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে নিখোঁজ জেলেকে উদ্ধার কাজ চলমান রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর