
বিদ্যালয় স্থানান্তরের প্রতিপদে মানববন্ধন করেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীরা। শনিবার (২২ মার্চ) সকাল ১১ টার দিকে ছনকা উচ্চ বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধলেশ্বরী নদীর পূর্ব পাশ থেকে স্থানান্তর করে পশ্চিম পাশে না নেওয়ার প্রতিবাদে এই মানববন্ধন করেছে গ্রামবাসী। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী, রাজনীতিবিদসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে।
প্রতিবাদ সভায় মুয়াজ্জেম হোসেন তোলার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জজামান, যুবদলের সদস্য সচিব মো. ফরিদ, বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান স্বিপন, প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, উপজেলার বরাইদ ইউনিয়নটি ধলেশ্বরী নদী দ্বারা শোষিত। এখানকার বেশিরভাগ এলাকা চরাঞ্চল। বরাইদ ইউনিয়নের ছনকা গ্রামের আশপাশে কোনো বিদ্যালয় নেই। ২০১৫ সনে ছনকা গ্রামে ছনকা উচ্চ বিদ্যালয় নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এতে চরাঞ্চলের শত-শত দরিদ্র শিক্ষার্থীরা সুবিধা পেতে শুরু করে। পরবর্তীতে বিদ্যলয়টি ২০২২ এমপিওভুক্ত হয়।
কিন্তু মো. শাজাহান এবং আব্দুল ছালাম মিলে এলাকার মানুষের সাথে কথা কাটা কাটির একপর্যায় বিদ্যালয়টি ধলেশরী নদীর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে নেবার পাঁয়তারা করে। বিদ্যালয়টি বর্তমান স্থানে থাকলে বরাইদ ইউনিয়নের ৫ টি ওয়ার্ডের মানুষ সুবিধা পাচ্ছে।
আর পশ্চিম পাশে নিয়ে মাত্র ১ টি ওয়ার্ডের আংশিক লোক সুবিধা পাবে। বক্তারা আরো বলেন, কতিপয় স্বার্থান্বেষী মহল, নদীর পশ্চিম পাশে বিদ্যালয় স্থানান্তর করার জন্য জমি ক্রয় করে এবং নতুন অ্যাকাডেমিক ভবন তৈরি করার জন্য পায়তারা করছে।
আজ প্রাথমিক প্রতিবাদ সভা ও মানববন্ধন হল। আগামীকাল রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এর পর স্থানান্তর কাজ বন্ধ না হলে কঠিন আন্দোলন করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর