
বগুড়ার শেরপুরে ট্রাক্টরের ধাক্কায় ইসমাইল হোসেন (৫০) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে হাইওয়ে রোডের ধড়মোকাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সে শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। এসব বিষয় নিশ্চিত করেছেন শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান মাও: আবুল কালাম আজাদ। তিনি জানান, ইসমাইর হোসেন রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিমে পাড় হচ্ছিল। এ সময় ঢাকার দিকে যাওয়া ট্রাক্টর তাকে চাপা দেয় এতে সে ঘটনাস্থলেই নিহত হয়ে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর