
আপনারা যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা গাজীপুরে এবং ঢাকায় তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন ত্বরান্বিত করেছিলেন বলেই ৫ তারিখ গণঅভ্যুত্থান সফল হয়েছিলো বলে মন্তব্য করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
শনিবার (২২ মার্চ) ২১ রমজান সন্ধ্যায় তারেক রহমানের নির্দেশনায় মঞ্জুরুল করিম রনির আয়োজনে, কোনাবাড়ি মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায় কোনাবাড়ি টাটা সিএনজি ফিলিং স্টেশনের পশ্চিম পাশের মাঠে অসহায়, গরীব, দুস্থ ও শ্রমজীবী নানা শ্রেণীপেশার মানুষসহ সুবিধাবঞ্চিতদের চাহিদা পূরণের লক্ষ্যে গণইফতার মাহফিলের আয়োজনের পঞ্চম ধাপের কার্যক্রমের উদ্বোধনে যোগদিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে অনেকে ষড়যন্ত্র করছে, খুনি হাসিনার পলাতক আওয়ামীলীগকে আবার পুনর্বাসন করার জন্য চিন্তা ভাবনা করছে বাংলার মাটিতে। সেটা কি বাংলাদেশের জনগণ হতে দিবে? পৃথিবীর ইতিহাঁসে নাই এমন একটি ঘটনা! গণহত্যাকারি যে হাজার হাজার মানুষ হত্যা করে পালিয়ে গেছে। সেই হত্যাকারীকে বাংলাদেশের জনগণ মেনে নিবে? তাহলে কিভাবে তারা এই ষড়যন্ত্র করার চেষ্টা করছে এখনও।
তিনি বলেন, তারা বাংলাদেশে ঢুঁকার স্বপ্ন দেখে, বাংলাদেশে ঢুঁকে নির্বাচন করার স্বপ্ন দেখে। ইনশাআল্লাহ্ আমরা সকলে মিলে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবো বন্ধুগণ। আগামীতে আমরা বিএনপি যেন জনগণের পাশে থেকে কাজ করতে পারি। ডিসেম্বরে যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি জনগণের দল হিসেবে মানুষের পাশে থেকে কাজ করতে পারি, সেই নির্বাচনে বিএনপির ধানের শীষ-কে বিজয়ী করতে আমরা একসাথে কাজ করবো বন্ধুগণ।
বক্তব্যে রনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবো। আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি অসুস্থ লন্ডনে চিকিৎসাধীন আছেন তার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদ্বয়ের জন্য দোয়া করবো। মহান আল্লাহতালা যেন তাকে তৌফিক দান করেন, তিনি যেন খুব দ্রুত দেশে এসে আপনাদের জন্য কাজ করতে পারেন। বক্তব্যের শেষাংষে তিনি অধ্যাপক এমএ মান্নানসহ গণঅভ্যুত্থান শহীদ ও আহতদের জন্য সকলের নিকট দোয়া প্রত্যাশা করেন।
তিনি জানান, এই ইফতার আয়োজন প্রথমে রাজবাড়ি মাঠে শুরু হয়, ২য় ধাপে টঙ্গীতে হয়েছে, তৃতীয় ধাপে গাছা থানায়, চতুর্থ ধাপে বাসন ও আজ (২২ মার্চ) পঞ্চম ধাপে কোনাবাড়িতে শুরু হলো যা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। আর ষষ্ঠ দাপে কাউলতিয়া সালনায় এ ইফতার আয়োজন দিয়ে শেষ হবে বিএনপির মাসব্যাপী এ গণইফতার আয়োজনের।
কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকারের সভাপতিত্বে, সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, কোনাবাড়ি থানা বিএনপির সাবেক আহ্বায়ক রবিউল আলম রবি, কৃষক দলের আহ্বায়ক, আতাউর রহমান, সাবেক ছাত্রনেতা রিপন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক খান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দীন।
এছাড়া বক্তব্য দেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, গাজীপুর মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জাম শুক্কুরসহ আরও অনেকেই। এসময় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক ও কয়েকহাজার রোজাদারদের নিয়ে ইফতার গ্রহণ অনুষ্ঠিত হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর