
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিন চালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার সাহারবাটি এবাদত খানা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাগর হোসেন সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সাগর হোসেন তার ব্যবহৃত অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল নিয়ে গাংনী থেকে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেলো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগা মনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে সাগর হোসেন গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্বজনরা জানিয়েছেন, সাগর সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন, রোববার তার বিয়ে হওয়ার কথা ছিল। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার।
গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন, সাগরকে গাংনী হাসপাতাল নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মোটরসাইকেল দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর