
চুয়াডাঙ্গায় মোবাইলফোনে গেমস খেলতে বাধা দেয়ায় নামাজরত বাবাকে ছুড়িকাঘাতে হত্যা করেছে কিশোর ছেলে মোহাম্মদ রিফাত (১৭)। নিহতের নাম একেএম রিন্টু (৫২)।
শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে শহরের পলাশপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে পুলিশ হেফাজতে নিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ছেলের হাতে বাবা খুন হয়েছে জানার পর তারা ঘটনাস্থলে যান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যার পর ছেলে রিফাত মোবাইলফোনে ভিডিও গেমস খেলছিলো। বাবা রিন্টু ছেলের কাছ থেকে মোবাইলফোনটি কেড়ে নেয়।
এর কিছুক্ষণ পর তিনি এশার নামাজ আদায় করছিলেন। হঠাৎ ছেলে রিফাত পিছন থেকে বাবাকে ছুড়িকাঘাত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর