
টাঙ্গাইলের মির্জাপুরে ৪ মাটি ব্যবসায়ীকে দশ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ মার্চ) বিকেল থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার আজগানা ইউনিয়নের কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেয়া হয়।
অর্থদণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে আজগানা ইউনিয়নের পলাশতলী গ্রামের আবুল হোসেন সিকদারের ছেলে রাজিব সিকদার ছেলে গ্রামের লুৎফর রহমানের ছেলে রাজিব সিকদারকে পাঁচ লক্ষ টাকা, বেলতৈল গ্রামের লুৎফর রহমানের ছেলে আহাদ হোসেনকে দুই লক্ষ টাকা, পলাশতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে সারোয়ার হোসেনকে দুই লক্ষ টাকা ও একই এলাকার কবির হোসেনের ছেলে হৃদয়কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম। সেসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানও সঙ্গে ছিলেন। এ ধরনের অভিযান আরও জোরদার ও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর