
গাজীপুরে ট্রাক (লরি)-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে গাজীপুরের টংগী- কালিগঞ্জ আঞ্চলিক সড়কের মাঝু খান এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক হানিফ মিয়া (৩৫) ও যাত্রী ছাব্বির আলম(২৫)।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধারে জন্য ঘটনাস্থলে পুলিশ রয়েছেন।
স্থানীয়রা জানান, আজ সকালে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ট্রাক ও অটোরিকশা সড়কের পাশে দুমড়ে মুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর