
যশোরে তিন দিনের ব্যবধানে আবারো চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামে শনিবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টায়।
অভিযুক্ত যুবকের নাম তরিকুল ইসলাম। পরে পুলিশ তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী থানায় অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে মারধর করে। অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আটককৃত তরিকুলের বাড়ি চৌগাছা উপজেলার বাতিবিলা গ্রামে। তিনি ভেকুটিয়া গ্রামে ভাড়া থাকেন এবং এয়ারপোর্ট এলাকার একটি রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করেন। ভুক্তভোগীর পরিবারও একই বাড়িতে ভাড়া থাকে।
এর আগে, গত তিনদিন আগে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, রাতে তরিকুল ওই চার বছরের শিশুকে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তরিকুলকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে তরিকুলকে হেফাজতে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।
এ সময় বিক্ষুব্ধ একদল যুবক থানায় অবস্থান নিয়ে তরিকুলকে মারধর করে এবং থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ডিবিসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন জানান, এর আগেও তরিকুল ওই শিশুকে কয়েকবার অশ্লীল ছবি দেখিয়েছে, যা শিশুর পরিবার জানত না। এ ব্যাপারে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর