
কুমিল্লা হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের শ্রীপুর কৃষ্ণপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিতাসের শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ইব্রাহিম খলিল (৬০) এর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকাল ৩টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম খলিল উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাদেক সরকার বলেন, শনিবার দুপুর ১টার দিকে ইব্রাহিম খলিল বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে।
এরপর অনেক সময় পার হলেও তিনি বাড়িতে যাননি। তিনি এক ছেলে দুই মেয়ের বাবা। ছেলে কানাডায় থাকে আর মেয়েদেরও বিয়ে হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার অভিযানে স্থানীয় ফায়ার সার্ভিস এবং পরে চাঁদপুর থেকে ডুবুরি দল আনা হয়। তারা নদীতে অনেক খোঁজাখুঁজির পর রবিবার বিকাল নদী থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে আমার নজরদারি ছিল।
এদিকে শনিবার দুপুর থেকে উদ্ধার অভিযানে থাকা একজন ডুবরি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি শংকামুক্ত।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর