
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
রোববার (২৩ মার্চ) বিকেল ৪টায় শেরপুর বাসস্ট্যান্ড ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভ করে। এসময় বক্তব্য রাখেন, এনায়েত উল্লাহ, তাহজিল ইসলাম মাহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা যুগ্ম সদস্য সচিব সাদিকুর রহমান অয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা সদস্য সেফান আরেফিন, সদস্য আরাফাত রহমান মিলন, সদস্য মুনতাসির মারুফ, সদস্য নাফিউল হাসান।
বিক্ষোভকারী বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার দাবি জানান। তারা আরো বলেন দুঃখের সঙ্গে বলতে হয়, ’২৪-এর অভ্যুত্থানের পরও যোদ্ধাদের আবার মাঠে নামতে হচ্ছে। অথচ সেই হাসিনার বিচার এখনো হলো না। অবিলম্বে আপনারা সাবধান হন, নইলে জুলাই যোদ্ধারা আবার আপনাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসবে।
"আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর দখলদারি কায়েম করে রেখেছে এবং সাধারণ জনগণের অধিকার হরণ করছে। তারা শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। এ কারণে দলটিকে নিষিদ্ধ করা দরকার।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আরও বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে বৈষম্যের কোনো স্থান থাকবে না। ক্ষমতার অপব্যবহার করে যারা জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।"
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, "শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের কোনো বাধা নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।"
শাকিল/সাএ
সর্বশেষ খবর