
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম রোববার দুপুরে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের পশ্চিম চরভূরুঙ্গামারী (ইসলামপুর) গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজ (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় আব্দুল আজিজের বাড়ি থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৬ হাজার ৫০০ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক জান্নাতুল ফিরদৌস বলেন, জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নির্দেশনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা সহ আব্দুল আজিজ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় মাদক দ্রব্য সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাঁকে আগামীকাল কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর