
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে শিক্ষার্থীদের মতামত চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে পাঠানো এক মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের মতামত প্রয়োজন। মতামত সংগ্রহের উদ্দেশ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের ড্যাশবোর্ডের বামদিকের মেন্যুতে ‘DUCSU Poll’ নামে একটি নতুন মেন্যু ইতোমধ্যে প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের আগামী ২৫ মার্চ তারিখের মধ্যে ড্যাশবোর্ডে লগ-ইন করে মতামত প্রদানের জন্য মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর