
নাটোরের সিংড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত নামা এক যুবক নিহত হয়েছে। রবিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সিংড়া পৌরসভার নাটোর-বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিল রাস্তা দিয়ে মাঝে মধ্যেই ঘুরাঘুরি করতো।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, সিংড়া পৌর এলাকার নাটোর বগুড়া মহাসড়কের জোলারবাতা এলাকায় মাথা থেতলানো একটি মরদেহ পড়ে আছে। পুলিশ ঘটনার স্থলে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
ওসি আরো জানায়, ধারণা করা হচ্ছে কোনো একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর