
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন— সোমবার (২৪ মার্চ) মধ্যরাত থেকে এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এটি ‘ভুয়া ও প্রোপাগান্ডা’ বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সংশ্লিষ্ট কয়েকটি অ্যাকাউন্ট থেকে এমন ভুয়া তথ্য ছড়ানো হয়। এছাড়া একটি ভিডিও ছড়ানো হয়। যেটিতে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলাবাহিনীর শতশত সদস্য দল বেঁধে রাস্তা দিয়ে যাচ্ছেন। যেটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে ঢাকার রাস্তায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা নেমেছেন।
তবে পুরো বিষয়টি ভুয়া নিশ্চিত করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, “সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা।”
সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রায় রাতেই বিভিন্ন গুজব তৈরি করার চেষ্টা করে আসছে একটি মহল। যাদের অনেকে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন।
রোববার রাতভর সোশ্যাল মিডিয়ায় সেসব ব্যক্তিদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নানা অপতথ্য গুজব ছড়ানো হয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর