
জামালপুরের সরিষাবাড়ীর মহাদান ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন বিএনপির সব ধরনের দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মহাদান ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্তমান সিদ্ধান্ত বলবৎ থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার মহাদান ইউনিয়নের তালতলা দহ নিয়ে জেলা বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক ও মহাদান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল এবং তার ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব গ্রুপের সঙ্গে বিএনপি নেতা আনোয়ার উস সাদাত লাঞ্জু এবং মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (লিটন) গ্রুপের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। গত বৃহস্পতি ও শুক্রবার তালতলা দহ ও সানাকৈর এলাকায় উভয়পক্ষ হামলা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ব্যাবসা প্রতিষ্ঠান, বসত বাড়ি, মোটর সাইকেল ও ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় ইউনিয়ন বিএনপি’র সভাপতিসহ উভয় পক্ষের ৬ জন আহত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার বলেন, মহাদান ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে তালতলা দহের আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলছিল। যা সম্প্রতি আরও তীব্র হয়ে উঠেছে। যার কারণে দলীয় শৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর